1. ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদ জমা দিতে হলে, গ্রাহকের ১২ সংখ্যার e-TIN নাম্বার অবশ্যই ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে। e-TIN নাম্বার নিবন্ধিত না থাকলে IFIC ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় e-TIN এর কপি সহ প্রদানের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
2. আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদের শুধুমাত্র রঙিন স্ক্যান কপি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করা যাবে। সাদাকালো কপি অথবা পিডিএফ ব্যতীত অন্য কোন ফরম্যাটে গ্রহণযোগ্য হবে না।
3. আপলোডকৃত ফাইলের আকার সর্বোচ্চ 300KB পর্যন্ত হতে পারবে।
4. গ্রাহকের একাধিক একাউন্ট/মেয়াদী আমানত থাকলে যেকোন একটি একাউন্টের বিপরীতে e-TIN জমা দিলেই হবে।
5. গ্রাহককে আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকার রসিদ জমা দেয়ার সময় গ্রাহকের নিবন্ধিত মোবাইলে পাঠানো OTP দ্বারা যাচাই করা হবে।
6. গ্রাহককে অবশ্যই আয়কর রিটার্নের সঠিক প্রাপ্তি-স্বীকার রসিদ আপলোড করতে হবে। আপলোডকৃত প্রাপ্তিস্বীকার রশিদে ভুল/মিথ্যা তথ্য থাকলে গ্রাহক বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা মানতে বাধ্য থাকবে।