আইএফআইসি সহকারী
আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড (আইএফআইসি ব্যাংক-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বিশ্বমানের ব্রোকারেজ সেবা প্রদানের মাধ্যমে দেশের মূলধন বাজারের উন্নয়নে নিবেদিত। আইএফআইসিএসএল মূলধন বাজারে সিকিউরিটি ক্রয়, বিক্রয় এবং ব্যাবসা বিষয়ে কাজ করে থাকে। একটি পরিশীলিত ও উদ্ভাবনী আর্থিক সমাধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আইএফআইএসএসএল তার গ্রাহকদের নিবেদিত কর্মবাহিনীর সাহায্যে সব রকমের ব্রোকারেজ এবং রক্ষণাবেক্ষণ পরিষেবা প্রদানের লক্ষ্যে অভীষ্ট। আইএফআইসিএসএল ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর টিআরইসি হোল্ডার।
আইএফআইসিএসএল পরিষেবাসমূহ :
ব্রোকারেজ পরিষেবা
- ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এ ট্রেড এক্সিকিউশন
- বাণিজ্যের জন্য নিবেদিত, দক্ষ ও অভিজ্ঞ ডিলার
- ভিআইপি ট্রেডিং বুথ এবং নারী ট্রেডিং বুথ।
মার্জিন লোন সুবিধা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মার্জিন রুলস অ্যান্ড রেগুলিউশন, ১৯৯৯ সময় সময় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে গ্রাহকদের মার্জিন ডিপোজিটের বিপরীতে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের জন্য গ্রাহকদের আর্থিক সহায়তা বৃদ্ধি করে থাকে।
সম্পূর্ণ পরিষেবা ডিপি
- বিও (মুনাফাভোগী মালিক) একাউন্ট খোলা
- শেয়ার ডিম্যাটেরিয়ালাইজেশন
- শেয়ার রিম্যাটেরিয়ালাইজেশন
- স্থানান্তর এবং একাধিক একাউন্ট মুভমেন্ট
- প্রতিশ্রুতিবদ্ধ, অপ্রতিশ্রুতিবদ্ধ এবং বাজেয়াপ্ত করা
- কর্পোরেট কার্যপ্রক্রিয়া অনুসন্ধান
- বিও আইএসআইএন ব্যালান্স অনুসন্ধান
ইলেক্ট্রনিক পরিষেবাসমূহ
- ইমেইল এবং ফোনের মাধ্যমে বাণিজ্য
- মোবাইল অ্যাপ এবং ওয়েব সংস্করণের মাধ্যমে বাণিজ্য
- এসএমএস পরিষেবা
- দৈনিক পোর্টফোলিও ইমেইল পরিষেবা
প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও) পরিষেবাসমূহ
- কার্যপ্রণালী অনুযায়ী গ্রাহকদের জন্য ওয়ান স্টপ আইপিও পরিষেবা
আইএফআইসি ব্যাংক-এর পরিচালনা পর্ষদের প্রতিনিধিত্বকারী পরিচালকবৃন্দ
IFIC Investment Limited (A subsidiary company of IFIC Bank PLC) is devoted to establish, maintain, undertake, carry on, transact the business of merchant banking and other businesses as well as services related to capital market and to transact and do all matters and things on issue management, underwriting, portfolio management, asset management, capital market operation and other financial services including corporate advisory services, mergers & acquisition, equity investment, joint-venture sourcing, corporate restructuring, financial consultancy, corporate research, privatization and other related services in Bangladesh and overseas.
The company provides following services:
- Issue Management
- Underwriting Management
- Portfolio Management
- Asset Management
- Capital Market Operation
- Corporate Advisory Services
- Mergers & Acquisition
- Equity Investment
- Joint-Venture Sourcing
- Corporate Restructuring
- Financial Consultancy
- Corporate Research
- Privatization
Directors Representing from the Board of IFIC Bank PLC:
আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেড, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি-এর একটি সম্পূর্ণ মালিকানাধীন অধীনস্থ বিনিময় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের আর্থিক পরিচালনা কতৃপক্ষ কর্তৃত্ব অনুমোদিত।এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলস-এর কোম্পানি হাউজ-এর সাথে ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর অন্তর্ভুক্ত হয়, যার নিবন্ধন নং ০৭৩৭৯১৩৭। আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেড (সম্পূরক প্রতিষ্ঠান) এইচএম কাস্টমস এবং এক্সাইস থেকে ২০১১ সালের ১৭ জানুয়ারি মানি লন্ডারিং নীতিমালার অধীনে রেজিস্ট্রেশন পায়। ২০১১ সালের ১৬ জুন পেমেন্ট সার্ভিসেস রেগুলেশনস ২০০৯-এর অধীনে প্রতিষ্ঠানটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি থেকে রেজিস্ট্রেশন পায়। ২০১১ সালের ৩১ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।
বর্তমান ঠিকানা: আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেড, ১৮ ব্রিক লেন, লন্ডন ই১ ৬আরএফ, যুক্তরাজ্য।
ওয়েবসাইট: https://ificuk.co.uk/
আইএফআইসি ব্যাংক-এর পরিচালনা পর্ষদের প্রতিনিধিত্বকারী পরিচালকবৃন্দ
বিদেশে জয়েন্ট ভেঞ্চারস
ওমানে বাংলাদেশি মজুরি উপার্জনকারীদের রেমিট্যান্সের সুবিধার্থে আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ওমান নাগরিকদের মধ্যে যৌথ উদ্যোগে ১৯৮৫ সালে ওমান এক্সচেঞ্জ এলএলসি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের মোট শেয়ারের ৪৯% আইএফআইসি ব্যাংকের এবং বাকি ৫১% শেয়ার ওমানের স্পনসরদের। ওমানের সব বড় শহরগুলোতে এই বিনিময় প্রতিষ্ঠানের মোট ১২টি শাখা রয়েছে। বর্তমানে সংস্থাটি ৯টি দেশ- বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের সাথে সরাসরি রেমিটেন্স পরিষেবা প্রদান করছে।
আইএফআইসি ব্যাংক-এর পরিচালনা পর্ষদের প্রতিনিধিত্বকারী পরিচালকবৃন্দ
আইএফআইসি ব্যাংকের পাকিস্তানে দু’টি শাখা ছিল, একটি করাচি এবং অন্যটি লাহোরে। করাচি শাখাটি ১৯৮৭ সালের ২ এপ্রিল এবং লাহোর শাখাটি ১৯৯৩ সালের ২৩ ডিসেম্বর চালু হয়েছিল। স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের শর্তানুযায়ী ন্যূনতম মূলধন পূরণের জন্য আইএফআইসি-র পাকিস্তান শাখাগুলি এনডিএলসি নামে একটি নামী লিজিং সংস্থার সাথে একীভূত হয়েছিল এবং নাম বদলে নতুন নাম এনডিএলসি-আইএফআইসি ব্যাংক পিএলসি নামে ২০০৩ সালের ২ অক্টোবর থেকে কার্যকর হয়, এরপর পরিশেষে এটির নামকরণ করা হয় এনআইবি ব্যাংক লিমিটেড, যা ২০০৫ সালের ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়। ২০১৭ সালে এনআইবি ব্যাংক লিমিটেড এমসিবি ব্যাংক লিমিটেড-এর সাথে একীভূত হয়। এমসিবি ব্যাংক লিমিটেড-এ আইএফআইসি ব্যাংক-এর ১৭৫,৫০৮টি শেয়ার রয়েছে।